মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তিনটি ফার্মেসীকে ১৫ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের উপ পরিচালক বিপুল বিশ্বাস।
রবিবার (৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস রবিবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জেলা পরিষদ মার্কেটের মেসার্স সুরক্ষা মেডিকেল হল, আবদুল্লাহ মেডিকেল হল ও ভাই ভাই মেডিকেল হলে অভিযান পরিচালনা করেন। ওই সকল ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে প্রত্যেকটি ফার্মেসীকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বরগুনা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস মুঠোফোনে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রত্যেক ফার্মেসীকে ৫ হাজার করে মোট ১৫ হাজার জরিমানা করা হয়েছে।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page