মানিকগঞ্জের একটি কবরস্থান থেকে এক রাতের কোন এক সময় প্রায় ১৮ টি মানুষের কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২ মার্চ) রাতের যে কোন সময়ে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল এলাকার জান্নাতুল বাকি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে কবরস্থান পরিদর্শন করেছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,শনিবার মধ্যে রাতের যে কোন সময়ে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ রোববার সকালে কবরস্থানের পাশ দিয়ে যাবার সময়ে বিষয়টি টের পান স্থানীয়রা।
এদিকে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা
মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, ঢাকা আরিচা মহাসড়কের পার্শে কবরস্থান হওয়ায় এর আগেও এখান থেকে বেশ কিছু কঙ্কাল চুরি হয়।
পরে ইউনিয়নের পক্ষ থেকে কবরস্থানে বেশ কিছু সোলার লাইট স্থাপন করা হয়। এরপর ও কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
You cannot copy content of this page