আমতলীর গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি গ্রামে রবিবার রাতে ছাগল খেতে এসে প্রান গেলো এক মেছোবাগের। ঘটনা ঘটেছে রেজাউল করিমের বাড়িতে। মেছোবাঘটি প্রায় সাড়ে ৩ ফুট লম্বা।
জানা গেছে, রবিবার গভীর রাতে আমতলী উপজেলা গুলিশাখালী গ্রামের রেজাউল করিমের বাড়িতে ছাগলের খোয়ারে একটি মেছোবাগ প্রবেশ করে ছাগল উপর আক্রমন করেন। এসময় ছাগলের ডাক চিৎকার শুনে গ্রহকর্তা রেজাউল করিম বাহিরে এসে ছাগলের খোয়ারে প্রবেশ করে দেখেন একটি ছোট আকারের বাঘ ছাগলের ঘার মটকে ধরে আছেন।
এসময় তিনি ডাক চিৎকার শুরু করলে মেছোবাঘটি ছাগল ছেলে তার উপর আক্রমন করেন। তার ডাক শুনে বাড়ির অন্যরা এগিয়ে আসেন এবং মেছোবাঘটির মাথার উপর ভারী কাঠের গুড়ি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই প্রান হারায় ওই বাঘটি।
গৃহকর্তা রেজাউল করিম বলেন, বাঘের আক্রমনে আমার প্রায় ৩ হাজার টাকা মূল্যের ১টি ছাগল মারা গেছে।
সোমবার সকাল ১০টার দিকে মৃত্যু ওই বাগটি স্থানীয় খেকুয়ানি খালে ভাসিয়ে দেওয়া হয়েছে।
আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, আমাদের এই অঞ্চলে বাঘ থাকার কথা নয়। এটি মূলত মাছ খেকো প্রানী। দেখতে অনেকটা বাঘের মত। তাই এটির নাম মেছোবাঘ। এটি মারা বেআইনী। জীবিত পাওয়া গেলে এটি বনে অবমুক্ত করা যেত।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page