পটুয়াখালীর বাউফল বগা ইউনিয়ান মাধ্যমিক বিদ্যালয় ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মাননীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ এমপি। উক্ত অনুষ্ঠান সকাল ১০ টা ৩০ মিনিটের সময় আনুষ্ঠানিকতা শুরু হয়। সঞ্চালকের দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিম মাষ্টার।
শুরুতেই প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য নাম ঘোষনা করেন আ স ম ফিরোজ এম পির। এরপরে বিশেষ অতিথি হিসেবে নাম ঘোষণা করা হয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের। বিশেষ অতিথি হিসেবে নাম ঘোষণা করা হয় এমপির একান্ত সহকারি আনিসুর রহমানের। এরপরে সঞ্চালককে আ স ম ফিরোজ বলেন আনিসুর রহমানকে বাউফল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করতে।
এর বিরোধিতা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মোতালেব হাওলাদার বলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত কোন সাধারণ সম্পাদক নেই। সেটা ঘোষণা হতে পারে না।আমি নিজেই বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আ স ম ফিরোজ বলেন ঘোষণা না হলে আমি অনুষ্ঠানে থাকবো না। বলেই তিনি মঞ্চ ত্যাগ করেন। এরপরে উভয় পক্ষের নেতাকর্মীরা স্লোগান শুরু করে। এক পক্ষ স্লোগান দেন আ স ম ফিরোজ এর নামে। অপর পক্ষে স্লোগান দেয় মোতালেব হাওলাদার এর নামে।
এরপরেই আ স ম ফিরোজ এমপি অনুষ্ঠান ত্যাগ করে চলে যান।প্রায় একঘন্টা পরে অনুষ্ঠান পুনরায় শুরু হয়। এ ব্যাপারে আব্দুল মোতালেব হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন। এমপি মহোদয় আওয়ামী লীগের কোন গঠনতন্ত্র না মেনে তিনি তার খেয়াল খুশিমতো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে পরিচয় করে দিতে চান। আমি আঃ মোতালেব হাওলাদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত থাকা অবস্থায় অন্য এক ব্যক্তিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় করিয়া দিতে বলে। এটা আসলেই গঠনতন্ত্র পরিপন্থী।এ ব্যাপারে আব্দুল মোতালেব হাওলাদার কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষণ করছেন। আমি সেটা শুধু প্রতিবাদ করেছি। এ ব্যাপারে জানতে চেয়ে এমপি মহোদয় কে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
You cannot copy content of this page