শুক্রবার (০৮ মার্চ) স্টুডিওতে কবি সাহিত্যিক এবং জনপ্রিয় সংগীত শিল্পী তানিয়া শারমীন তানিশাকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনী সোনামনি প্রকাশনী সম্মাননা স্মারক ২০২৪ প্রদান করেন।
তানিয়া শারমীন তানিশার হাতে সম্মাননা তুলে দেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি বিশিষ্ট গীতিকার ও সুরকার কাজী ফারুক বাবুল।
এসময় উপস্থিত ছিলেন সোনামণি প্রকাশনীর কর্ণধার বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ফিরোজ খান প্রিন্স এবং প্রকসাস ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক শেখ আব্দুর রশিদ।
তানিয়া শারমীন তানিশা বিশেষ সম্মাননা হাতে পেয়ে সোনামণি প্রকাশনীকে ধন্যবাদ জানান এবং সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া চান আগামীতে আরো ভালো লেখা এবং গান যেন পাঠকদের উপহার দিতে পারেন।
You cannot copy content of this page