বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান বে-সরকারী ভাবে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। আমতলী পৌরসভায় মোট ১৫ হাজার ৮৩৯ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৩০৫ জন নারী ও পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতির হার ছিলো ৭৭.৬৮%।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সাধারন নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে দুই বারের নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান মোবাইল প্রতিক নিয়ে ৬ হাজার ৫২৫ ভোট পেয়ে তৃতীয় বারের মত বে-সরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নাজমুল আহসান খান নান্নু হ্যাঙ্গার প্রতিক নিয়ে ৫ হাজার ৫৮৯ ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের রিটানির্ং কর্মকর্তা আব্দুল হাই আল হাদি জানান, মোঃ মতিয়ার রহমানকে বে-সরকারীভাবে আমতলী পৌরসভার মেয়র নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরা হলেন ১নং ওয়ার্ডে মোঃ নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডে মোঃ মুছা মোল্লা, ৩নং ওয়ার্ডে মোঃ লিমন মৃধা, ৪নং ওয়ার্ডে হোসেন সিদ্দিকী রেজওয়ান, ৫নং ওয়ার্ডে মোঃ ফরহাদ মিয়া, ৬নং ওয়ার্ডে মোঃ আবুল বাশার রুমী, ৭নং ওয়ার্ডে মোঃ টিটু হাওলাদার, ৮নং ওয়ার্ডে মোঃ নুরুজ্জামান মিয়া ও ৯নংওয়ার্ডে জিএম মুছা। সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মোসাঃ মুকুল বেগম (১,২,৩), মোসাঃ লাভলী বেগম (৪,৫,৬) ও মোসাঃ সালমা বেগম (৭,৮,৯)।
You cannot copy content of this page