পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মোঃ মহিউদ্দিন আহম্মেদ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন । “জগ” প্রতিক নিয়ে তিনি ভোট পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম “মোবাইল ফোন’ প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।
এছাড়া অপর ৪ মেয়র প্রার্থী যথাক্রমে আবুল কালাম আজাদ “রেল ইঞ্জিন প্রতিকে পেয়েছেন ৪৪০ ভোট, মোহাম্মদ নাসির উদ্দিন খান “কম্পিউটার”প্রতিকে পেয়েছেন ২০৮ ভোট, মারজিয়া আক্তার “চামচ” প্রতিকে পেয়েছেন ১১৬ ভোট, ও মোহাম্মদ এনায়েত হোসেন “নারকেল গাছ” প্রতিকে পেয়েছেন ২৩৭ ভোট।
মোট প্রদত্ত ভোট ৩১ হাজার ৪৬৮। এর মধ্যে বৈধ ভোট ৩১ হাজার ৩৯৫ এবং ভোট বাতিল হয়েছে ৭৩ টি।
নির্বাচনে প্রদত্ত ভোটের হার শতকরা ৬২.০৭ ভাগ।
You cannot copy content of this page