মাদারীপুরের শিবচরে নুরুদ্দিন মাদবরকান্দি এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মার্চ) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুস সামাদ উকিল।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ উকিল বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। পাশাপাশি প্রতিমাসে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোেধ করেন তিনি।
অনুষ্ঠানে নুরুদ্দিন মাদবরকান্দি এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি খবির মাদবর, আব্দুর রহমান খান সাদ্দাম, বন্দরখোলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদার এবং দৈনিক সকালে বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মোজাম্মেল হক ও এলাকার গণ্যমান্য মুরুব্বিগণ।
You cannot copy content of this page