মাদারীপুর জেলার শিবচরে চোরাই গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।এসময় গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ।
বুধবার(১৩ মার্চ) দিনগত রাত ২ টার দিকে উপজেলার বহেরাতলা এলাকা থেকে গরুসহ দুই চোরকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ২ টি গরু বেঁধে ট্রাকযোগে পালাচ্ছিল এক ডাকাতদল। রাত ২ টার দিকে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা বাজার পার হবার সময় পুলিশের টহল ভ্যান দেখে ট্রাকটি উল্টোপথে পালাতে চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায় ট্রাকটি। এসময় পুলিশ দ্রুত এসে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। এবং ট্রাকে গাভী ও একটি বাছুর দেখতে পায়।
এদিকে ভোরে পুকুরের পাশের এক গর্তে লুকিয়ে থাকা অবস্থায় আরো একজনকে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা।
ভুক্তভোগী মো.ওমর আলী বলেন,'রাতে আমার গোয়াল ঘর থেকে বাচ্চাসহ গাভী চুরি যায়। রাত ২ টার দিকে বহেরাতলা বাজারে মাইকিং শুনে আমি ছুটে যাই। তখন দেখি ট্রাকে আমার গাভীসহ বাচ্চা বেঁধে রাখা। গাভীটি গুরুতর আহত হলে সকালে জবাই করা হয়। বাচ্চাটি সুস্থ্য আছে।'
শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) নূর মোহাম্মাদ জানান,'রাতে আমরা বহেরাতলা বাজারে টহল দিচ্ছিলাম। তখন চুরি করা গরু নিয়ে চোরচক্র ট্রাকে করে যাচ্ছিল। আমাদের দেখে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকে একজন এবং ভোরে আরও একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।'
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page