সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে মাদারীপুর জেলা সদরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ ( রবিবার) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৭.৩০টার সময় মুক্তি যোদ্ধা এবং ৮ টায় জেলা আওয়ামীলীগের অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিশোধ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি জনাব মুনির চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক, আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।
জেলা পরিশোধের আয়োজনে বিশেষ শিশু এবং স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা চিত্রাংকন ও বঙ্গবন্ধু বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এর পরে জনাব মুনির চৌধুরী জেলার বিভিন্ন মাদ্রাসার এতিম বাচ্চাদের নিয়ে দোয়ার আয়োজন শেষে তাদের মধ্যে ঈদ উপহার পোশাক, নগদ টাকা এবং ইফতার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page