সাভারে তেঁতুলঝোরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও শিশু দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে তেঁতুলঝোরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল প্রমুখ।
এ সময় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান আলোচকরা।
You cannot copy content of this page