শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ২৩নেতাকর্মীকে কারগারে পাঠিয়েছে আদালত। পুলিশ কর্তৃক বিস্ফোরক আইনে দায়েরকৃত চারটি মামলায় বুধবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালত। এর আগে, এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন এসব নেতাকর্মী।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে চারটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে হাইকোর্ট থেকে বিভিন্ন মেয়াদে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ২০ মার্চ বুধবার শেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন করেন মাহমুদুল হক রুবেলসহ ২৩ জন নেতাকর্মী।
এসময় আদালত জামিনের আবেদন শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন
You cannot copy content of this page