আসন্ন ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আওয়ামী পরিবারের সন্তান, শিক্ষানুরাগী, শিল্প উদ্যোক্তা আবিদা সুলতানা যূঁথী ইসলামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
শুক্রবার (২২ মার্চ) ইফতার পরবর্তী সময়ে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি কোরবান আলী ও আ: সামাদ।
এ সময় ইসলামপুরের কর্মরত প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদা সুলতানা যূঁথী বলেন, আমি আসন্ন ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী। এবারের উপজেলা পরিষদ নির্বাচনটি উন্মুক্ত হওয়ায় আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি আপনাদের সহযোগীতা চাই।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page