২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার
(২৬ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সামনের মাঠে , ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সার্বিক সহযোগীতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রায় দুই শতাধিক দরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল চাল, তেল, পেয়াজ, সেমাই, চিনি, দুধ সহ বিভিন্ন খাদ্যা সামগ্রী। এর আগে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল ,পলাশ আহমেদ, ছাত্রলীগ যুব লীগের নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
You cannot copy content of this page