রাজনীতির কিংবদন্তি সুনামগন্জ এক নির্বাচনী এলাকা থেকে বার বার নির্বাচিত সাবেক এমপি ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে ট্যাকেরঘাট সাব সেক্টরের সহ অধিনায়ক, সুনামগঞ্জ জেলা বি এনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজির হুসেন ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৮) মার্চ ভোর ৪ টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর ৩, ৩০ মিনিটে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ওনার নিজ গ্রাম শাহপুরের সাত গাও হাইস্কুল মাঠে পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page