বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়ার ২১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ ) দুপুরে হাসপাতাল রোড দরিয়াবাদে নির্মাণাধীন রুশিন কম্পোজিট মিলস, লিঃ এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাষ্টী এস.এম শাহীনুজ্জামান।
দোয়া ও্ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. এসএম জামান আব্দুন নাছের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীল আলম ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর প্রমুখ।
এ সময় রুশিন কম্পোজিট মিলস, লিঃ এর প্রায় ১৫ শতাধিক কর্মী ও ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব সময়ে ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়ার ২১তম মৃত্যু বার্ষি কীর স্মৃতি চারণ করে করে নেতাকর্মী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ডা: খোরশেদুজ্জামান মিশ্রি মিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
You cannot copy content of this page