ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, 'অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো সাংবাদিকদের কাজ।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে।
এসময় সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সভাপতি সৈয়দ আফজাল হোসেন, সাবেক সভাপতি মামুন ফরাজী, সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সেলিম আহমেদ ও ইফতার মাহফিল উদযাপন উপ-কমিটির সদস্য সচিব ইসরাফিল হাওলাদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক জাহিদ হাসান এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক সভাপতি কামরুজ্জামান জিয়া।
ইফতার মাহফিলে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়ায় উপস্থিত সদস্য ও কার্যনির্বাহী পরিষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়া।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page