মাদারীপুর জেলার শিবচরে তৈরি পোশাকসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অতিরিক্ত মূল্য রাখাসহ নানা কারণে তৈরি পোশাক, জুতার দোকানসহ ৬ টি দোকানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার(২ এপ্রিল) দুপুরে থেকে বিকেল পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্ব শিবচর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণে মঙ্গলবার দুপুরে শিবচর পৌর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পন্যের দাম অতিরিক্ত রাখা, পন্য ক্রয়ের ভাউচার না থাকা, বাইরের পন্যে নিজেদের ট্যাগ লাগিয়ে অতিরিক্ত দামে বিক্রিসহ নানা অনিয়মের কারণে পোশাকের শোরুম ফাস্ট রেটকে ৪০ হাজার, ইয়েস পয়েন্টকে ১০ হাজার, শামীম পাঞ্জাবী হাউসকে ৫ হাজার, মাই-লা সুজকে ৫ হাজার, কিরণ টেইলার্সকে ৫ হাজার এবং সানমুন ক্লোথ স্টোর এন্ড টেইলার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,'অতিরিক্ত মূল্যসহ নানা অনিয়মের কারণে জামাকাপর, জুতা ও টেইলার্সের দোকানে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যদের সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।'
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page