সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য উপজেলা পরিষদের অর্থায়নে পুরো বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে বাদাঘাট বাজারে সিসি ক্যামেরা স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এসময় তাহিরপুর উপজেলা প্রকৌশলী আরিফ উল্ল্যা খান, উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক জুনাব আলী, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু মিয়া, বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দারসহ ব্যবসায়ীগণ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি সেলিম হায়দার জানান, সিসি ক্যামেরা উপজেলার বৃহত্তর এই বাজারের জন্য খুবেই গুরুত্বপূর্ণ ছিল। বাজারের সকল ব্যবসায়ীদের দাবী আজ পূরণ হয়েছে। ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তাসহ আগতদের নিরাপত্তায় নজরদারী করা সহজ হবে এবং কোনো অপ্রতিকর ঘটনা ঘটলে তা সহজে জানা যাবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, বাদাঘাটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী বাস্তবায়িত হওয়ায় মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনদাবী বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজলা পরিষদের সকল সন্মানিত ভাইস চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page