সিলেট জেলার গোয়াইনঘাট থানা পুলিশের আভিযানে ভারতীয় ২৫ বোতল মদ সহ এক আসামী কে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৭ এপ্ৰিল তারিখ ৯ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের অন্তর্গত বগাইয়া(আসামবস্তি) তে অভিযান পরিচালনা করে মৃত আলী মিয়ার ছেলে মানিক মিয়া (৩৮) কে ২৫ (পঁচিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বক গ্রেফতার করে। তাহার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সুত্র জানায় সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।এবং এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page