সর্বশেষ
সর্বশেষ
মাদারীপুরের শিবচরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযান নৌপথে চাঁদাবাজির দ্বায়ে দেশীয় অস্ত্রসহ আটক ৬ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুক্তভোগী নারীর থানায় জিডি সামাজিক সেবায় নিবেদিত সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু এবার মাদারীপুর-১ আসনে এমপি পদপ্রার্থী কালকিনিতে অবসরপ্রাপ্ত এলজিডি অফিস সহকারীর অস্বাভাবিক মৃত সাভার দক্ষিণ রাজাশন ঘাস মহলে বিএনপির অফিস উদ্বোধন শরীয়তপুর-১ আসনে গণ অধিকার পরিষদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারে এনাম মেডিকেল কলেজে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘোষণা আমতলীতে ইউপির প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আমতলীতে কাঁচা সড়ক পাকা করার দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন

ময়মনসিংহে সামীর হত্যাকেন্ডের অভিযুক্তদের গ্রেফতারে সফলতা ও ভূক্তভোগীদের প্রত্যাশা

সকালের বাংলাদেশ অনলাইন ডেক্স / ৫০ বার শেয়ার হয়েছে
প্রকাশের সময় বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
IMG 20240421 235210

print news

ময়মনসিংহে সামীর হত্যাকেন্ডের অভিযুক্তদের গ্রেফতারে সফলতায় ভূক্তভোগী পরিবার আইন প্রয়োগকারী সংস্থার প্রতি সন্তোষ প্রকাশ করে রবিবার বিকালে নিজ গৃহে আদালতে ন্যায় বিচার প্রত্যাশা করেন। অপর এক প্রশ্নের জবাবে নিহতের মা দুঃখ প্রকাশ করে জনান যারা আমাদের পক্ষে সহানুভূতি দেখাতে আসছে তাদের মধ্যে ৩/৪ জনের নানারকম চাপে আছি, তাদের কথাবার্তা আইনকে প্রশ্নবিদ্ধ করার মত। পক্ষাশ্রিত লোকদের ভূমিকা রহস্যজনক মনে হলেও অভিযুক্তদের কোন লোক দ্বারা আমরা প্রভাবিত বা ভীতু নই। আমার সন্তানকে আল্লাহ্ বেহস্থ নসিব করুন, আমরা ন্যায় বিচার চাই।

মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন কলেজ রোডস্থ রেলক্রসিংয়ের নিকট মীরবাড়ী মোড়ের পূর্বপাশে নতুন পল্লী সানকিপাড়া আকবরীয়া হাউজ নামক বাসার সামনে সামীর (২০) সহ তাহার বন্ধু কাচিঝুলি, ইটাখলা রোডের আতিকুল ইসলাম সজল (১৮), ২। জিন্নাত মিয়া (১৮), ৩। সাজিত (১৪)দের নিয়া আড্ডা দেওয়ার সময় অপর পক্ষ ১। মোঃ সাদ (১৯), ২। মোঃ হৃদয় (২০), ৩। মোঃ অলি উল্লাহ (২০) ৪। মোঃ আরাফাত (২০), সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের সাথে সিগারেট খাওয়ার তুচ্ছ ঘটনায় সিনিয়র জুনিয়র নিয়ে কাটাকাটি শুরু করে, একপর্যায়ে উভয়ের মারামারির ঘটনায় দুপক্ষের দুজন গুরুতর আহত হয় সামীর ও সাদ এদের মধ্যে গুরুতর জখমী সামীর চিকিৎসাধীন অবস্থায় ৯.৫০ ঘটিকায় মারা যায়, অপরপক্ষের সাদ গুরুতর জখমী অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র চিকিৎসার জন্য চলে যায়। এছাড়াও পক্ষদ্বয়ের আরো ২/৩ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে বলে জানা যায়

মৃত্যুবরণকারী (নিহত) সামীর এর ভাই মোঃ সাইম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৩, তারিখ- ১৭/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩০২/৩২৩/ ৩২৬/ ৩০৭/৫০৬(২)/৩৪পেনাল কোড রুজু হয়।

থানা পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে এজাহার নামীয় মোঃ হৃদয় (২০), মোঃ অলি উল্লাহ (২০) মোঃ আরাফাত (২০) ৩ জন আসামীকে ১৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ মামলায় গুরুতর অপর জখমী আসামী সাদ পলাতক রয়েছে।

এব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞার নেতৃত্বে মাদক, সন্ত্রাস, ইপটেজিং জিরোট্রলায়েন্স ঘোষণা করা হয়েছে। যে কোন অপরাধ নির্মূলে পুলিশ তৎপর রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই মামলার বাদী সাইম। তাঁর, মা, প্রতিবেশী এবং স্থানীয় কাউন্সিলর শরিফ আহমেদ তাদের পৃথক পৃথক ভাবে বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রত্যেকেই ন্যায় বিচার আশা করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর পড়ুন...
নিজ এলাকার খবর দেখুন...

You cannot copy content of this page

You cannot copy content of this page