জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে মেনকেয়ার অ্যাপ্রচ অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪এপ্রিল) ইসলামপুর উপজেলা কৃষি অফিস হলরুমে দিনব্যাপী উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে মেনকেয়ার অ্যাপ্রচ অভিযোজন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় নারীদের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি, সন্তান লালন পালনে পুরুষের অংশগ্রহণ, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, পরিবারের সকল সদস্যের পুষ্টি ও সকল ক্ষেত্রে নারীর প্রবেশাধিকার নিশ্চিত করা এবং সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
জেসমিন প্রকল্পের জেন্ডার ডিজেস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসান রাসেলের সঞ্চালনায়।
উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এ.এল.এম.রেজুয়ান, মেলান্দহ উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল, ইসলামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান আকন্দ, মোঃ শামীম আল মামুন, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেবসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page