মাদারীপুর জেলার শিবচরের ঐতিহাসিক বাহাদুরপুর পীর মঞ্জিল মাঠ প্রাঙ্গনে তীব্র তাপ প্রবাহের সাথে প্রচন্ড রোদ্রে দিশেহারা জনজীবন রক্ষা পেতে সালাতুল ইস্তিসকার নামাজ (বৃষ্টির জন্য নামাজ) আদায় করা হয়েছে।
গতকাল(শনিবার) সকাল সাড়ে দশটার সময় ঐতিহাসিক হাজী শরীয়ত উল্লাহ(রাহঃ)আস্তানা বাহাদুরপুর পীর মঞ্জিল মাঠ প্রাঙ্গণে প্রায় সহস্রাধিক মুসল্লীদের উপস্থিতে তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে রহমতের বৃষ্টির জন্য সারা দেশের ন্যায় শিবচরে ও সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রান মুসল্লীগনেরা।
এসময় বাহাদুরপুর হাজী শরীয়ত উল্লাহ(রাহঃ)সপ্তম পুরুষ, আলহাজ্ব হাফেজ হযরত মাওলানা আব্দুল্লা মোহাম্মদ হাসান( পীর সাহেব বাহাদুরপুর ও সভাপতি, বাংলাদেশ ফরায়জী আন্দোলন) তিনার নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পাড়া মহল্লা থেকে অসংখ্য মুসল্লীগন ও সাংবাদিক ভাইদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ২ রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়। পরে দু- হাত তুলে, বিশেষ মোনাজাত করে চোখের পানি ফেলে বৃষ্টির পানির জন্য দোয়া প্রার্থনা কামনা করা হয়েছে।
সালাতুল ইস্তিসকার নামাজ শেষে হাদিস সুরাতুল আত্মার পুরুষ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ সাহেব(পীর সাহেব বাহাদুরপুর) তিনি সরকারের বিভিন্ন মহলের লোক বিভিন্ন মসজিদ মাদরাসার ইমাম ও খতিবদের উদ্দেশ্য করে বলেন বিভিন্ন উপজেলায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে রহমতের বৃষ্টি চেয়ে প্রচন্ড তাপ প্রবাহ থেকে মুক্তি কামনা করতে বলেন।
এসময় উপস্থিত এক মুসল্লী আবু সালেহ মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন,আমাদের সবাইকে আল্লাহুর হেদায়েত দান করুক,গত বছর ও এখানে ইস্তিসকার নামাজ পড়া হয়েছিল আসতে পারি নাই। এবার এখানে এসে ইস্তিসকার নামাজ আদায় করতে পেরে খুব ভালো লাগছে।
উক্ত সালাতুল ইস্তিসকার নামাজের ইমামতি ও দোয়া করেন, বাহাদুরপুর আস্তানা জামে মসজিদের বর্তমান খতিব সাহেব।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page