শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নব-নির্মিত দৃষ্টিনন্দন স্যালুটিং ডাইস-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বিকেল ৩ ঘটিকায় শেরপুর জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে দৃষ্টিনন্দন স্যালুটিং ডাইস এর ফলক উম্মোচন করে শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা মহোদয় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডসহ বিভিন্ন আয়োজন উদযাপন করার লক্ষ্যে এ শৈল্পিক দৃষ্টিনন্দন স্যালুটিং ডাইস নির্মাণ কার্যক্রম সম্পন্ন করেছেন
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page