দ্বিতীয় ধাপে জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ সালাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সম্প্রতি জাতীয় পার্টিতে যোগদানকৃত নেতা নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল তার মনোনয়ন প্রত্যাহার করায় একক প্রার্থী হিসাবে এড. আঃ সালাম নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী জানান-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত পত্রে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ যে, ২১ এপ্রিল উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
ইতিমধ্য চেয়ারম্যান পদে মশিউর রহমান বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজী আজাদ তানিয়া মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
২১মে নির্বাচনকে সামনে রেখে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন নির্বাচনের মাঠে লড়ছেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page