ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামপুর উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাাচনের দিন-ক্ষণ ঘনিয়ে আসলেও জমছে না ভোটের মাঠ । প্রাথীরা ভোটের মাঠে সরব থাকলেও ভোটাররা রয়েছে এখনও নীরব নেই উৎসবের আমেজ । ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্ধিতায় অ্যাডভোকেট এড. আঃ ছালামকে চেয়ারম্যান নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে এ উপজেলায় কেবল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি হিসেবে ২ জন সংরক্ষিত মহিলা পদে ও ৩ জন সাধারণ ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রয়েছেন। তারা ভোট প্রার্থনায় রাত দিন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নিরুৎসাহিত ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহ যোগানোর চেষ্টা করছেন।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সবধরণের প্রস্তুুতি গ্রহন করেছে সংশ্লিষ্টি কর্মকর্তারা। নির্বাচনের দিন-ক্ষন ঘনিয়ে আসায় প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাটেবাজারে-পথে-ঘাটে গণসংযোগের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীন ভাবে ভোট প্রার্থনা করছেন। কিন্তু ভোটারদের মধ্যে এ নির্বাচন নিয়ে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না।
সাধারণ ভোটাররা প্রার্থীদের ভোট প্রাার্থনার প্রতি গুরুত্বই দিচ্ছেন না। অনেকেই বলছেন বিনা- প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। শুধু ভাইস ভাইস চেয়ারম্যানের ভোট দেয়ার তেমন একটা আগ্রহ নেই। ফলে প্রার্থীরা ভোটাদের ভোট কেন্দ্রে উপস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ (টিউবয়েল মার্ক), সাবেক যুবনেতা ফারুক ইকবাল হিরু বাহাদুর (মাইক মার্কা) ও তুষার ডায়াগনোষ্টিক সেন্টারের পরিচালক আব্দুল লতফি মিয়া (চশমা মার্কা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুঁথী (কলস মার্কা) জেলা যুব মহিলা লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক মোছাঃ আঞ্জুমান আরা বেগম (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। আগামী ২১ মে মোট ৯৩টি ভোট কেন্দ্রে ৭৪০টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিতহেবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page