জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের সেখের সাময়িক বরখাস্তের (সাসপেন্ড) আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তাঁর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ নতুন আদেশ দেন।
আব্দুল কাদের সেখের পক্ষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, আদালত তাদের যুক্তিতর্কে সন্তুষ্ট হয়ে মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে সাসপেন্ডের আদেশ স্থগিত করেছেন।
মেয়র কাদের সেখের বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালপত্র লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে ওই পৌরসভার ১১ কাউন্সিলর ২০২২ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসক ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবর অনাস্থা প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে তদন্তের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান গত ২৯ এপ্রিল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করেন।
ইসলামপুর পৌরসভার টানা তিনবারের মেয়র আব্দুল কাদের সেখ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও আছেন। তিনি অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, প্রভাবশালী এক নেতার প্রতিহিংসার শিকার হয়েছেন।
গত সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চাওয়ায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে সাসপেন্ডও করা হয়। এর বিরুদ্ধে রিট করার পর উচ্চ আদালতের একটি বেঞ্চ সেই আদেশ স্থগিত করেছেন।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।