জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইসলামপুর সরকারি জে. জে. কে. এম. গার্লস হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক (বাংলা) অখিল চন্দ্র বসাক। তিনি ১৯৯৯ সালে ইসলামপুর সরকারি জে. জে. কে. এম. গার্লস হাই স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক (বাংলা) হিসেবে যোগদান করেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথমবারের মতো তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক অখিল চন্দ্র বসাক বলেন, 'ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ বর্তমান সরকারের প্রত্যয়।
এর জন্য স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে শিক্ষক হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য শতভাগ দিয়ে কাজ করে যেতে চাই।'
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page