এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে শিবচরে পাঁচ্চর উচ্চ বিদ্যালয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ফাইভ পেয়েছে ২৭ শিক্ষার্থী। এর মধ্যে গোল্ডেন জিপিএ ফাইভ ১২ শিক্ষার্থী। এর আগে ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে ভাল ফলাফল অর্জন করেছিল এ প্রতিষ্ঠান।
পাঁচ্চর উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছরই বিদ্যালয়টি শিবচরের উপজেলার মধ্যে একটি ভালো রেজাল্ট করে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় তার ব্যতিক্রম হয় নাই। এ বছর ১২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ফাইভ পেয়েছে ২৭ শিক্ষার্থী। এর মধ্যে গোল্ডেন জিপিএ ফাইভ ১২ শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৩.৯২ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ১৯০ জন শিক্ষার্থী।
সোহাগী আক্তার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে দৈনিক সকালের বাংলাদেশকে বলেন, শিক্ষক ও বাবা-মায়ের পরিশ্রমের কারণেই আমার এ ফলাফল। এ ছাড়া আমি একটি ক্লাসও মিস করিনি। কোনো পরীক্ষা-মডেল টেস্ট বাদ দেইনি। তাই চর্চাটা খুব ভালো হয়েছে। গোল্ডেন জিপিএ-৫ পেয়ে খুব ভালো লাগছে।
সাদিয়া রহমান শায়ন্তী জিপিএ-৫ পাওয়া আরেক শিক্ষার্থী বলেন, পরীক্ষায় ভালো করার জন্য যা যা সাপোর্ট দরকার তার সবই বাবা তো বেঁচে নেই -মা ও শিক্ষকদের কাছ থেকে পেয়েছি। শিক্ষকরা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছেন। তা ছাড়া আমাদের এ শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই আন্তরিক।
পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম সিরাজী বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলের মূলমন্ত্র হচ্ছে বিদ্যালয়ের পরিচালনা পরিশোধ। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়। ইনোভেটিভ চিন্তাচেতনা, সময়োপযোগী সঠিক দিকনির্দেশনায় আমাদের এ ফলাফল অব্যাহত আছে।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষকরাও অক্লান্ত পরিশ্রম করেছে। সকলের পরিশ্রম ও সঠিক তত্ত্বাবধানের মাধ্যমেই এ প্রতিষ্ঠানটি বরাবরই ভাল ফলাফল অর্জন করে আসছে। তবে বিদ্যালয়টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বাদশা মিয়ার দিকনির্দেশনায় এত ভালো রেজাল্ট হয়েছে।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ মে) সকাল ১১টায় গণভবনে এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page