দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার উপ-সম্পাদক হিসাবে যুক্ত হয়েছেন নাজমুল হোসেন সবুজ। আজ শনিবার (১৮ মে) পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে নিশ্চিত করেছেন দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনির হোসেন বিশ্বাস।
দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক সকালের বাংলাদেশ “গুজব নয় সংবাদ পারুন” এই স্লোগানে মূল ধারার সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে প্রকাশিতব্য নতুন এ পত্রিকায় এক ঝাঁক তরুণ সংবাদকর্মী ইতোমধ্যে যোগ দিয়েছেন।
নাজমুল হোসেন সবুজ মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের আবদুল হালিম রাড়ি'র বড় ছেলে। তিনি ইতোমধ্যে সাংবাদিকতায় সুনাম কুঁড়িয়েছেন। এর আগে দেশের শীর্ষ স্থানীয় কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুঁলিতে।
জানতে চাইলে নাজমুল হোসেন সবুজ বলেন, নতুন করে চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি আমি বদ্ধপরিকর। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page