গত ১২/০৫/২০২৪ তারিখ দিবাগত রাত অনুমান ১২.৩০ ঘটিকা হইতে রাত অনুমান ০৩.১৫ ঘটিকার মধ্যে জনৈক মোঃ শাহজাহান মিয়া (৫৩), পিতা-মৃত আলহাজ সিরাজুল ইসলাম, সাং- জরাকুড়া, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর এর গোয়াল ঘর হইতে ০৫ (পাঁচ) টি গরু অজ্ঞাতনামা চোরেরা চুরি করিয়া নিয়া যায়। যার মধ্যে ০২টি ষাঁড় গরু, ০১টি বাছুর সহ গাভী গরু ও ০১টি ফার্মের বকন গরু। গরু গুলোর সর্বমোট আনুমানিক মূল্য ৫,৪০,০০০/-টাকা।
উক্ত সংবাদ পরিপ্রেক্ষিতে ঝিনাইগাতী থানা পুলিশ গত ১৩/০৫/২০২৪ খ্রিঃ তারিখ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে মোঃ শাহজাহান মিয়া গত ১৪/০৫/২০২৪ খ্রিঃ তারিখ উক্ত বিষয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করিলে অত্র থানায় মামলা নং-০৮, তারিখ-১৪/০৫/২০২৪ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।
মামলা রুজুর হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিশ্বস্ত সোর্স নিয়োগের মাধ্যমে চোর সনাক্তের চেষ্টা করিতে থাকে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অত্র মামলার ঘটনার সাথে জড়িত আসামি ট্রাক ড্রাইভার মোঃ আঃ জলিল ওরফে ফকির হোসেন (৩৪), পিতা-মোঃ ফরহাদ হোসেন, সাং-কসবা কাঠগড়, থানা ও জেলা-শেরপুরকে সনাক্ত করিতে সক্ষম হয়।
পরে অভিযান চালিয়ে গত ১৭/০৫/২০২৪ খ্রিঃ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় শেরপুর সদর থানা এলাকা হতে উক্ত ট্রাক ড্রাইভার মোঃ আঃ জলিল @ ফকির হোসেনকে গ্রেফতার করিতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ জলিল ওরফে ফকির হোসেন(৩৪) কে অত্র মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে এবং ঘটনার সাথে জড়িত কতিপয় চোরদের নাম প্রকাশ করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি মোঃ আঃ জলিল ওরফে ফকির হোসেন (৩৪) এর দেওয়া তথ্যমতে এবং তাহাকে সাথে নিয়া টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সনাক্তমতে চোর ০১। মহির উদ্দিন (৫০), পিতা-মৃত সিরাজ প্রামাণিক, ০২। আজিজুল ইসলাম (২৩), পিতা-মহির উদ্দিন, ০৩। সাহিজুল ইসলাম (৩০), পিতা-হাসেম প্রামাণিক, সর্ব সাং-কোকাদাইর, ০৪। মোঃ মিনহাজ (৩৫), পিতা-মহি উদ্দিন, সাং - খানুরবাড়ী, সর্ব থানা-ভুঞাপুর, জেলা-টাঙ্গাইলদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাহাদের হেফাজত হইতে সূত্রে বর্ণিত মামলার বাদীর সনাক্তমতে দুইটি গাভী ও একটি বাঁছুর গরু উদ্ধার করে। ঘটনার সহিত জড়িত আরও আসামি পলাতক আছে। তাহাদেরকে গ্রেফতারে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।
আজ শনিবার ১৮ মে বেলা ১২ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তঃজেলা গরু চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার সংক্রান্তে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page