সর্বশেষ
সর্বশেষ
শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন প্রতিনিয়ত বাড়ছে পানি। ঢাকা ১৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাশেদুল আহসান রাশেদ এর শুভ জন্মদিন পালন অসুস্থ শ্রমিক দল নেতার পাশে দাঁড়ালেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম **দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের উপর সন্ত্রাসীদের নৃশংস হামলা, নিরাপত্তাহীনতায় ভুগছে শত শত পরিবার** মাদারীপুরের শিবচরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযান নৌপথে চাঁদাবাজির দ্বায়ে দেশীয় অস্ত্রসহ আটক ৬ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুক্তভোগী নারীর থানায় জিডি সামাজিক সেবায় নিবেদিত সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু এবার মাদারীপুর-১ আসনে এমপি পদপ্রার্থী কালকিনিতে অবসরপ্রাপ্ত এলজিডি অফিস সহকারীর অস্বাভাবিক মৃত সাভার দক্ষিণ রাজাশন ঘাস মহলে বিএনপির অফিস উদ্বোধন

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা!

সকালের বাংলাদেশ অনলাইন ডেক্স / ৫২ বার শেয়ার হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
IMG 20240521 234655

print news

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মাদারীপুরের কালকিনি উপজেলায় মটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে কৃষকলীগ নেতা ইকবাল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথি কলস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন মটরসাইকেল প্রতীকে ৩৬ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী নুরুজ্জামান সরদার পেয়েছেন ১১ হাজার ৯১৬ ভোট। চেয়ারম্যান পদে অপর দুই প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক আনারস প্রতীকে পেয়েছেন ২৪৭ ভোট ও আমিনুল ইসলাম পাপন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৭১৪ ভোট।অবশ্য বর্তমান চেয়ারম্যান মীর গোলাম ফারুক ভোটের কিছুদিন আগেই নির্বাচন হতে সেচ্ছায় সরে গিয়ে মটরসাইকেল প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মাঝে টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ইকবাল হোসেন। তার প্রাপ্ত ভোট ১৬ হাজার ৯৫৯ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উড়োজাহাজ প্রতীক নিয়ে মোহাম্মদ আসাদুজ্জামান জামাল পেয়েছেন ১৬ হাজার ৬৮০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৫২২ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।এতে কলস প্রতীক নিয়ে আবারও বিজয়ী হয়েছেন আরিফা আক্তার বীথি। তিনি পেয়েছেন ২৫ হাজার ৭১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চায়না খানম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৪৬৮ ভোট।এ পদে অপর প্রার্থী কাজী নাসরিন হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৬৫ ভোট।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ৮ টার দিকে কালকিনি উপজেলা পরিষদ মিলনায়তন কনফারেন্স রুমে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা নুসরাত আজমেরী হক বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।

এর আগে শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটার উপস্থিত ছিলো অনেকটাই কম।মাত্র ২৬.০৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ জানান, উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৩টি ভোটকেন্দ্রে ৪৪৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলায় সর্বমোট ১ লাখ ৮৮ হাজার ৬৫৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৭২ জন ও মহিলা ভোটার ৯০ হাজার ৮১ জন এবং হিজরা ভোটার ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর পড়ুন...
নিজ এলাকার খবর দেখুন...

You cannot copy content of this page

You cannot copy content of this page