বাংলা,ইংরেজির সাথে দ্বীনি ও ইসলামিক শিক্ষার সমন্বয় সাধন করে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী দেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিবচর পৌরসভার যাদুয়ারচর সড়কে গড়ে উঠেছে শিবচর আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসা।
যারা প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট এবং যারা কোরআন শরিফ খতম দিয়েছে তাদের মধ্যে কোরআন শরিফ প্রদান করে ও দোয়া অনুষ্ঠিত হয়।
এদিন ২৩তারিখ সকাল ৯টায় স্কুলের হল রূমে শিক্ষক মোঃ গোলাম মওলার সঞ্চালনায় প্রিন্সিপাল মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ডাঃ নাদিম মোল্লা, বিশিষ্ট ব্যাবসায়ী তুহিন শিকদার এবং রাজনীতিবিদ ও ব্যাবসায়ী মোঃ লিটু মুন্সি। এছাড়া দুই শতাধিক অভিভাবক ও তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও স্কুলের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরবি বিভাগের প্রধান মোঃ রফিকুজ্জামান স্কুলের পড়াশোনার পদ্ধতি এবং কারিকুলাম সমন্ধে বিস্তারিত আলোচনা করেন, সমাপনী ও সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল নুরুল আমিন বলেন অভিভাবক এবং শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আধুনিক ও ইসলামিক দ্বীনি জাতি গঠন করাই আমাদের মূল উদ্দেশ্য যারা মিথ্যা, নেশা এবং অভদ্রতা হতে দুরে থাকবে।
এসময় আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরন করা হয় এবং দোয়া অনুষ্ঠিত হয়। অবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page