মোঃ ফজলুল শেখ ও জুলেখা বেগম দম্পতির ৪র্থ সন্তান মোঃ কামরুল হোচাইনের জন্মদিন আজ। আজকের এই দিনে পরিবারে আনন্দের আলো ছড়িয়ে এই সুন্দর পৃথিবীর আলো দেখেছিল মোঃ কামরুল হোচাইন।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা তোমায়, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়। আজকের এই দিনে এক শুভ ক্ষণে ২৫শে মে মাদারীপুরের শিবচরে তার জন্ম, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটির নাম মোঃ কামরুল হোচাইন।
আজ রাত ৯ টার সময় মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে তার শুভ জন্মদিন পালন করা হবে রাজধানীর শাহজাদপুরের নিজ বাড়িতে। তখন পরিবারের সকল সদস্যদের সাথে বন্ধু-বান্ধবী ও শুভাকাঙ্ক্ষীরা সেখানে উপস্থিত থাকবে।
মোঃ কামরুল হোচাইন বর্তমানে রাজধানীর গুলশানে অবস্থিত শাহজালাল ইসলামী ব্যাংক-এর প্রধান শাখায় অফিসার পদে কর্মরত আছেন।
মোঃ কামরুল হোচাইন এর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার চাচা মোঃ শাহাদাত শামিম বলেন, মোঃ কামরুল হোচাইন নম্র, ভদ্র, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। আমি আমার ভাতিজার দীর্ঘায়ু কামনা করছি এবং জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভাতিজার মঙ্গল কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page