ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বাধীন প্যানেল।
আগামী ১লা জুন অনুষ্ঠিত হবে ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন এবং গণসংযোগ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভোট চাচ্ছেন সাইদুল করিম মিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা।
শনিবার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন এবং গণসংযোগ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা করছেন সাইদুল করিম মিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা। এ সময় দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি।
সকালে গণসংযোগের এক বক্তৃতায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সভাপতি পদ প্রার্থী সাইদুল করিম মিন্টু বলেন, এতদিন একটা স্বার্থান্বেষী মহল ব্যবসায়ীদের ভোটার অধিকার হরণ করে নিজেদের মতো চেম্বার দখল করে রাখতে চেয়েছিল। তাদের হাত থেকে ব্যবসায়ীদের মুক্ত করতে আমাদের প্যানেল কাজ করে যাবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ভোটাররা আমার নেতৃত্বাধীন প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমরা শত ভাগ আশাবাদী।
এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুন্তাকিম মনির, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন, সাবেক পৌর কাউন্সিলর তোফাজ্জেল হোসেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আতিকুল হাসান মাসুম, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page