ঝিনাইদহ জেলার মহেশপুরে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
রোববার (২৬ মে) দুপুরে নোয়ানি পাড়া মাধ্যমিক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকচালক মোঃ লিটন আলী (৩৫) পিতা হাশেম আলী এবং ওই ইজিবাইক আরোহী রাসেদা বেগম (৫০) ঝিনাইদহ জেলার মহেশপুরের সামন্তা গোপালপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ শহর থেকে ইজিবাইকটি যাত্রী নিয়ে মহেশপুরে যাচ্ছিল। ইতোমধ্যে নোয়ানিপাড়া মাধ্যমিক স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রিফাত রোকিয়া পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেদা বেগম (৫০) নামে এক ইজিবাইক আরহি মারা যান। ইজিবাইক চালক লিটন আলী (৩৫) এবং আরও এক অজ্ঞাতনামা যাত্রী এ ঘটনায় আহত হয়।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে।
ইজিবাইক চালক লিটন আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর সদর হাস্পাতালে পাঠানো হয়। পরে যশোর সদর হাসপাতালে লিটন আলী (৩৫) চিকিৎসারত অবস্থায় মারা যান।
এ ঘটনায় ঘাতক বাসচালক ও হেলপারকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মহেশপুর উপজেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার এসআই জমির বলেন, মামলা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page