সর্বশেষ
সর্বশেষ
আমতলীতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে এ্যাডভোকেসী সভা মনপুরায় মা ইলিশ ধরা বন্ধে টাস্কফোর্স ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মনপুরার মেঘনায় ইলিশ মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা হৃদয়বিদারক ঘটনা মানিকগঞ্জে: মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার, বিষক্রিয়ার আলামত সাভারে শারদীয় দুর্গাপূজা ২০২৫: আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নিশ্ছিদ্র প্রস্তুতি চরফ্যাশন – মনপুরায় গণসংযোগ ও সভা সমাবেশে ব্যস্ত সময় পার করছেন অ্যাডভোকেট মো সিদ্দিক উল্লাহ মিয়া ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার একশ ছবি আমরা দেখেছি: বিএনপি নেতা খোকন  মনপুরায় জাতীয়তাবাদী তরুন দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জাতীয় নির্বাচনকে ঘিরে মনপুরায় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পথ সভা অনুষ্ঠিত শিবচরে রেলওয়ে জমির বৈধ লিজগ্রহীতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালাইয়ে কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারিরা

সকালের বাংলাদেশ অনলাইন ডেক্স / ৬৮ বার শেয়ার হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
IMG 20240528 154239

print news

মুসলমানদের ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এই কোরবানি ঈদকে সামনে রেখে জয়পুরহাটে কালাই উপজেলার গবাদিপশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক খামারিরা।এ উপজেলার বিভিন্ন গ্রামের অনেকেই ছোট-বড় গরুর খামার তৈরি করে ভাগ্যের পরিবর্তন করছেন।লাভবান হওয়ার আশায় এ উপজেলার খামারিরা এখন থেকেই গবাদিপশু তথা গরু-ছাগল হৃষ্ট-পুষ্ট করতে শুরু করেছেন।

কিন্তু অন্যান্য ব্যবসার তুলনায় এ এলাকায় কৃষকরা গরু পালনে বেশি উৎসাহী হয়ে থাকেন,তাঁর কারণ একসাথে অনেক পুঁজি লাগে না, দিনে দিনে স্বল্প খরচ করার কারণে খামারিদের বাড়তি চাপ কম হয়। এবং বছর শেষে একসাথে অনেকগুলো টাকা হাতে পাওয়ায়। আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল আযহা তাই কোরবানি ঈদকে সামনে রেখে খামারিরা যত্নসহকারে গবাদিপশু গুলো লালন পালনে ব্যস্ত সময় পার করছেন।

কালাই উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, আসন্ন কোরবানী ঈদের জন্য প্রায় ৫৫ হাজার ৮শত ১২টি পশু বাণিজ্যিক ও পারিবারিকভাবে পালন করেছেন খামারী ও গৃহস্থরা। এর মধ্যে কালাই উপজেলা চাহিদা রয়েছে২৬ হাজার ৮শত ৩৫টি। এর মধ্যে গরু ৯ হাজার ২শত ৪৪টি ও মহিষ ২৩টি, ৩৬ হাজার ৬শত ৮০টি ছাগল,ভেড়া ৯ হাজার ৮শত ৬৫টি, পালন করা হয়েছে। যা চলতি বছরের কোরবানির লক্ষ্যমাত্রা ছাঁড়িয়েও দেশের বিভিন্ন হাটও বাজারে পাঠানো সম্ভব বলেন।

উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন হাতিয়র গ্রামের খামারি আলী আনছার বলেন,আমার খামারে ৯টি গরু আছে। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশু পালনকারী বড়-ছোট সব খামারি এখন ব্যস্ত সময় পার করছেন। প্রত্যেক খামারি তাদের প্রিয় পশুটি সর্বোচ্চ দামে বিক্রি করতে শেষ সময়ে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উপজেলার আরেক খামারি আবু বাশার চঞ্চল বলেন, আমার খামারে ১৪টি গরু রয়েছে। এ এলাকায় বেশিরভাগ খামারি দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ঘাস-খড়ের পাশাপাশি খৈল ও ভুসি খাওয়ানো হচ্ছে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে গরুতে লাভ কিছুটা কমে গেছে। এ বছর কোরবানি উপলক্ষ্যে চারটি গরু পালন করছি। আশা করি এবারও ভালো দাম পাব।

জিন্দারপুর ইউনিয়নে হাজীপুর গ্রামের খামারি আব্দুল কাদের বলেন, চার মাস আগে মোটাতাজা করার জন্য পাঁচটি গরু কিনেছি। একেকটি গরু প্রায় ৯০হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে কেনা। ঈদের আগে শেষ মুহূর্তে গরু মোটাতাজা করছি। ভারতীয় গরু না এলে আমরা একটু লাভবান হতে পারব। সরকারের কাছে আবেদন, ঈদের আগে যেন ভারতীয় গরু বাংলাদেশে না ঢুকে।

উদয়পুর ইউনিয়ন টাকাহুদ গ্রামের খামারি খয়বর রহমান বলেন, আমাদের এখানে দেশী ও বিদেশি জাতের প্রায় ১০টি গরু রয়েছে। এই গরুগুলো দেশীয় পদ্ধতিতে পালন করে আমরা কোরবানির বাজারে ছেড়ে দিবো তাই খুব ব্যস্ত সময় কাটছে।

এ বিষয়ে কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাসান আলী দৈনিক সকালের বাংলাদেশ বলেন, এ উপজেলার খামারিগন গবাদিপশু মোটাতাজাকরনে স্টেরয়েড বা কোন হরমোন ব্যবহার করেন না। এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর হতে প্রশিক্ষণ ও নিয়মিত তদারকি করা হচ্ছে।এবং পশু মোটাতাজা করণের জন্য প্রত্যেক খামারিকে বিশেষ ভাবে ঘাস চাষের জন্য বিশেষ ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর পড়ুন...
নিজ এলাকার খবর দেখুন...

You cannot copy content of this page

You cannot copy content of this page