জয়পুরহাটে সিএমএসএমই উদ্যোগগুলোতে অর্থায়ন বৃদ্ধি, সিএমএসএমই কাস্টার চিহ্নিত করণ, কাষ্টারের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি ও অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের সবুজনগর এলাকার জাকস ফাউন্ডেশনের কনফারেন্স রুমে জেলার সকল ব্যাংকের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পুবালী ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মর্তুজ আলী, পুবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ফয়সল আহমেদ, সোনালী ব্যাংক জয়পুরহাট শাখার ডিজিএম মাহবুবুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জয়পুরহাট শাখার উপ-মহাব্যবস্থাপক জাফর আলী মল্লিক ও জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল।
এসময় বক্তরা জানান, শিল্প, কৃষি ও ব্যবসা খাতকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংকসহ সকল ব্যাংকগুলো সহজ শর্তে গ্রাহকদের মাঝে ঋণ প্রদান করবে।
কর্মশালায় জেলার অবস্থিত সকল ব্যাংকের ব্যবস্থাপক, ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page