জয়পুরহাটের পাঁচবিবিতে তথ্য অধিকার আইন ও বিধি বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে করেন। আজ বুধবার(২৯মে) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সালেহীন তানভির গাজীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সবুর আলী, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী সহ প্রমুখ।এবং সাংবাদিক গণনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষের দিকে তথ্য অধিকার বিষয়ে বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page