প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ
জয়পুরহাটে অনলাইন নাগরিক সেবার কার্যক্রমের উদ্বোধন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবি।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সবুর আলী, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমিনুল হক বাবুল।
পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র নুর হোসেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ, আনিছুর রহমান বাচ্চু, মামুন ফকির, আমজাদ হোসেন, মুনসুর রহমান সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবুর অনলাইনে নাগরিক সনদপত্র প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় মুক্তিযোদ্ধা ও পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।