মাদারীপুর জেলা পুলিশের তত্ত্বাবধানে ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক মাদারীপুর শহরে অপরাধ দমন ও নিয়ন্ত্রন কার্যক্রম মনিটরিং করার জন্য সিসি টিভি স্থাপন সম্পন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (২৯মে) দুপুর ১২টায় মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি টিভি স্থাপন সম্পন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
পরে মাদারীপুর জেলা পুলিশ ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মনিরুজ্জামান ফকিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান ।
উল্লেখ্য, মাদারীপুর শহরকে সিসিটিভির আওতায় আনার লক্ষে ৭০ লাখ টাকা ব্যয়ে শহরে গুরুত্বপূর্ণ এলাকায় ২৬০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা পুলিশের তত্ত্বাবধানে ও মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page