জামালপুরের ইসলামপুরে সন্ধানী স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ও সোনার তরী সমাজ সেবা সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
শুক্রবার (৩১ মে) পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান, এমপি। এ উপলক্ষ্যে সোনারী তরী সমাজসেবা সংঘের সভাপতি মোঃ মোরশেদুর রহমান খান মাসুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সিরাজুল ইসলাম, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ অ্যাড. আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ এস.এম জামান আবু নাসের চৌধুরী চার্লেস ও যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহন মিয়া, সন্ধ্যানী স্পেশালাইজড হসিপতালের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সারাদিন ব্যাপী ৩জন এমবিবএস ও ২জন ডেন্টাল ডাক্তারের মাধ্যমে চিকিৎসা ও ফ্রি ওষুধ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page