ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করা হয়েছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার ইয়ারপুর গ্রামের আ: রহমান দেওয়ানের বাড়িতে ডাকাতি করা হয়। ভুক্তভোগী আ: রহমান দেওয়ান পেশায় একজন ব্যবসায়ী। ডাকাতির সময় বাড়িতে তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ ছিল।
ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মধ্যরাতে বাড়ির বারান্দার গ্রিল কেটে ৫/৬ জনের ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। বাড়ির সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে সাড়ে ৫ লাখ নগদ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। এ সময় ডাকাতদের মারধরে বাড়ির মালিকসহ বাকি সদস্যরা আহত হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক থমথমে পরিবেশ বিরাজ করছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আ: সালাম বলেন, ওই বাড়িতে ডাকাতির ঘটনায় আমাদের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আশুলিয়া থানা পুলিশ কাজ শুরু করেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম সায়েদ বলেন, লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page