ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলা শাখার নতুন কমিটি গঠনের জন্য নেতাকর্মীদের বৃত্তান্ত গ্রহণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) সকালে বৃত্তান্ত গ্রহণ ও কর্মীসভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব আনফাল সরকার (পমন) এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: তুনান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল-ইমরান সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
সভায় জেলার বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারন সম্পাদক প্রার্থীরা আলাদা আলাদা মিছিল নিয়ে সভায় অংশগ্রহণ করেন এবং তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।
মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিমের দৈনিক সকালের বাংলাদেশকে বলেন, নতুন আগন্তুক কিছু হাইব্রিডরা ছাত্রলীগের নতুন কমিটিতে অনুপ্রবেশের জন্য মরিয়া হয়ে উঠেছে। এরা যদি কোনোভাবে দলে অথবা কমিটিতে জায়গা পেয়ে যায় এরাই তখন নিজেদের মদ্ধে কোন্দল তৈরী করে দলের ও সংগঠনের সুনামক্ষুন্ন করবে। তাই আমি চাই এ বেপারে সিনিয়র নেতারা যেনো যথেষ্ট সতর্ক থাকে।
সভা শেষে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল-ইমরান দৈনিক সকালের বাংলাদেশকে বলেন, ত্যাগি নেতাকর্মীদের কথা মাথায় রেখে সঠিক সময়ে সঠিক বিচার বিবেচনার মাধ্যমে উপজেলা কমিটি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page