জয়পুরহাটের পাচঁবিবি উপজেলায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন ২০টি ভূমিহীন ও অসহায় পরিবার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমি ও গৃহ-হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
আজ মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সারাদেশে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সবুর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না,উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষে উপজেলায় ২০ জন ভূমিহীন ও অসহায় পরিবারদের মাঝে জমির দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
You cannot copy content of this page