এমপি আনার হত্যা মামলায় আরো একধাপ এগিয়ে গেল গোয়েন্দা পুলিশ।
আনারুল আজিম আনার এর মরাদেহ চেয়ারে বসিয়ে হাত-পা বেঁধে রাখা ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় অন্যদের কাছে।
এরপরে মরা দেহ কয়েক টুকরো করে সঞ্জীবা গার্ডেন এর টয়লেটে ফ্ল্যাশ করে দেওয়া হয় হাড়গোড় ফেলে দেওয়া হয় খালে।
গোয়েন্দাদের এমন লোমহর্ষক তথ্য দিয়েছে কসাই জিহাদ।
জিহাদ আরো বলে হত্যার পরে কয়েক টুকরো করা হয় ময়লার বাক্স থেকে ময়লা নিয়ে ছোট টুকরো ও ময়লা ফ্লাশ করা হয়। এবং বড় টুকরো গুলো রাখা হয় ময়লার বাক্সতে ফয়সাল নামের একজন নিচে থেকে লাগেজ এনে দিলে পুনরায় বড় টুকরো গুলো লাগেজে ভরা হয়।
গোয়েন্দা পুলিশ বলে হত্যা করে ক্ষ্যান্ত হয়নি খুনিরা মৃত দেহ চেয়ারে বসিয়ে মৃত্যু নিশ্চিত করে ছবি তুলে হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে পাঠানো হয় অন্যদের কাছে।
গোয়েন্দা পুলিশ আরো বলে এমপি আনার হত্যা (কিলিং মিশন) এর সাথে যারা জড়িত খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page