শেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ট্রাক চাপায় হুমায়ুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ ১৩ জুন বৃহস্পতিবার বেলা ১১ টার সময়। এ সময় পল্লী বিদ্যুতের অপর কর্মচারী মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম নামে একজন আহত হয়েছে।
নিহত হুমায়ুনের বাড়ি জামালপুর জেলা সদরের রণরামপুর গ্রামের হযরত আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১ টার দিকে ঝিনাইগাতী উপজেলা থেকে পল্লী বিদ্যুতের ওই দুই কর্মচারী মোটরসাইকেল যোগে শেরপুর আসছিলেন। এ সময় ঝিনাইগাতী-জামালপুর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় আসলে একটি ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলে আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি মোঃ এমদাদুল হক জানায়, ঘাতক ট্রাক আটক রয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page