বিত্তবানদের টার্গেট করে নারীদের দিয়ে অপহরণ। পরে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায় করে মহেশপুরের একটি দুর্ধর্ষ চক্র।
শুক্রবার (১৪ জুন) রাত ৯ টার সময় মহেশপুরের হামিদপুরে নারীদের দিয়ে ফাঁদ পেতে মাধাই কুমার হালদার (৩০) নামে একজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার চেষ্টা করে চক্রটি।
জানা যায়, মহেশপুর থানাধীন নস্তিগ্রাম এলাকার স্বাধন হালদারের ছেলে মাধাই কুমার হালদার (৩০) নামে এক যুবককে নারীর প্রলোভন দেখিয়ে ডেকে আনে একি থানাধীন গাড়াবারিয়ার বাসিন্দা হেকমত (২৯) নামে আরেক যুবক। পরে হেকমতের নেতৃত্বাধীন চক্রটি হামিদপুরের একটি ভাড়া বাসায় মাধাই হালদারকে দিয়ে জোর করে এক নারীর সাথে আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখিয়ে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে হেকমতের নেতৃত্বাধীন চক্রটি। এসময় মাধাই হালদারকে অনেক মারধরও করা হয়।
এক পর্যায়ে মাধাই হালদার সুযোগ পেয়ে গোপনে ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চায়। তখন মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে হেকমতসহ চক্রের অনান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে মাধাই হালদারকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশপুর থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, হেকমতের নেতৃত্বাধীন চক্রটি এর আগেও এধরনের ঘটনা ঘটিয়েছে। হামিদপুরের ওই ভাড়া বাসায় প্রায়ই অনেক ছেলে মেয়েদের আনাগোনা দেখা যায়। এঘটনায় হেকমতের নেতৃত্বাধীন চক্রটির সকল সদস্যদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।
মহেশপুর থানার এস আই জাহাঙ্গীর বলেন, ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
You cannot copy content of this page