বন্যায় বিপর্যস্ত গোয়াইনঘাটের পানিবন্দি মানুষদের মাঝে দিনব্যাপী খাদ্য সহায়তা বিতরণ করেছে সাংবাদিকদের সংগঠন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব।
শনিবার (২২ জুন) সকাল থেকে উপজেলার লেঙ্গুড়া, ডৌবাড়ী ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের হাওরাঞ্চলে বসবাসরত তিনশত বন্যা দুর্গত পরিবারকে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সহ-সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, সাংগঠনিক তানজিল হোসেন, সহ-সাংগঠনিক ইব্রাহিম আলী ও নির্বাহী সদস্য মারজানুল আযহার জুনেদ প্রমুখ।
মাজহারুল ইসলাম সম্পাদিত এবং বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান-এর তত্ত্বাবধানে, বেপারী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড-এর প্রকাশনায়, ৭০, কমলাপুর, মতিঝিল, ঢাকা থেকে প্রকাশিত।
দৈনিক সকালের বাংলাদেশ-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page