বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে বাস চাপায় মঞ্জুখান (৪৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুখান পটুয়াখালী হেতালিয়া বাজারের একজন মাছ ব্যবসায়ী।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সীমান্ত পরিবহন কুয়াকাটা যাচ্ছিল। বাসটি শুক্রবার সকাল ৬টার সময় আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের মহিষকাটা নামক স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা মঞ্জুখানের মোটর সাইকেলটিকে চাপা দিলে মঞ্জু খান এবং মোতালেব হাওলাদার (৫০) নামে দু’জন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেবাচিপ হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেওয়ার পথে পথিমধ্যে মঞ্জুখান মারা যান। পুলিশ ঘাতক বাসটি আটক ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এনেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বাসের চাপায় মঞ্জুখান নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। তার বাড়ী পটুয়াখালীর হেতালিয়া এলাকায়। ঘটনার পরপরই বাসটি আটক করে থানায় আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাজহারুল ইসলাম || ভারপ্রাপ্ত সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা এস. এম. সরোয়ার জাহান ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ মনির হোসেন বিশ্বাস || সহ-সম্পাদক : মোঃ শাহাদাত হোসেন
সকালের বাংলাদেশ এর প্রিন্ট ও অনলাইন সংস্করণের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব দৈনিক সকালের বাংলাদেশ কর্তৃক সংরক্ষিত।You cannot copy content of this page